Breaking News
মাকে কাঁধে নিয়ে মসজিদে নববীতে নারী মুসল্লি
মাকে কাঁধে নিয়ে মসজিদে নববীতে নারী মুসল্লি

মাকে কাঁধে নিয়ে মসজিদে নববীতে নারী মুসল্লি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। গত ১৭ আগস্ট এক্স-এ ভিডিওটি শেয়ার করে স্কাই নিউজ আরাবিয়া।

জানা যায়, সেই নারী মিসর থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছেন। পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে এসে বয়স্ক মাকে কাঁধে তুলে নেন তিনি।

এরপর তারা নামাজে অংশ নেন। এর মাধ্যমে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ পায়। যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তাদের ভূয়সী প্রশংসা করেন।

এর আগে মাকে কাঁধে নিয়ে অনেকে পবিত্র কাবাঘর তাওয়াফ করেছেন।

গত মার্চের দিকে উজবেকিস্তানের এক ওমরাহ পালনকারী হাসিমুখে মাকে কাঁধে নিয়ে কাবা ঘর তাওয়াফ করেন। তখন সেই দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার নজর কাড়ে।

ইসলাম মা-বাবার সঙ্গে সর্বোত্তম সদাচারের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে মায়ের নির্দেশনা পালনে বিশেষ তাগিদ রয়েছে। বিশেষত বাবা-মা বয়োবৃদ্ধ হলে তাদের সেবা ও শুশ্রূষার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের কথা বলা হয়েছে।

সূত্র : স্কাই নিউজ আরবি

Leave a Reply