দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেতা জিয়াউল হক পলাশ। একই নাটকে অভিনয়ের সুবাধে অভিনেতা চাষী আলমের সঙ্গে দারুণ সম্পর্ক তাদের।
চাষী আলম জানিয়েছেন, ‘কিছুদিন আগে পলাশ বাবা হয়েছেন। সন্তান জন্মের আগে সে নিয়ত করেছিল তাবলীগে যাবেন। আমার বিয়ের দিন ভোরে সে তিন দিনের জন্য বাড়ি থেকে বের হয়। তাই পলাশ বিয়েতে আসতে পারেনি। আমার স্ত্রীকে ঘিরে এসব অবান্তর গুজবের প্রশ্নই ওঠে না।’
এছাড়া আরও একটি ছবিতে দেখা যায়, পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন পলাশ।
জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলীগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলীগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।
Discover Anything Unlock the Universe: Discover Anything, Anytime, Anywhere