SMC Plus Electrolyte Drink বৈজ্ঞানিকভাবে প্রণীত একটি ইলেক্ট্রোলাইট ড্রিংক। সাধারনত ইলেক্ট্রোলাইট ড্রিংক পান করলে তা শরীরে পানি শূন্যতা, ক্লান্তিবোধ দূর করে, লো ব্লাড প্রেসার থাকলে সেটিকে রেগুলেট করতে সাহায্য করে। তাছাড়া ওয়ার্কআউট করার সময় বা নরমাল সময়েও যাদের শরীর হতে অতিরিক্ত পরিমানে ঘাম নির্গত হয়ে থাকে তাদের জন্য ইলেক্ট্রোলাইট ড্রিংক বেশি উপকারি। কারন ঘামের সাথে পানি এবং ইলেক্ট্রোলাইট ও নির্গত হয়। শরীর হতে অতিরিক্ত পরিমানে ইলেক্ট্রোলাইট নির্গত হলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে যার ফলে মাথাব্যথা, মাথা ঘুরানো, ক্লান্তিবোধ ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।

Healthy drink in Bangladesh