মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পেরাক রাজ্যের সুলতান নাজরিন শাহ।
গত ১৯ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে দেশটির ৬৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতার হিফজ ও তিলাওয়াত দুই ক্যাটাগরিতে ৫২টি দেশ থেকে ৭৬ জন প্রতিযোগী অংশ নেন। অনলাইনে প্রতিযোগীদের যাচাই-বাছাইয়ের পর নির্বাচিতদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেশটির ইসলামিক ডেভেলপমেন্ট আয়োজিত এ প্রতিযোগিতার কিরাত বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন দেশটির দৃষ্টিপ্রতিবন্ধী কারি মোহাম্মদ কাইয়িম জার সারিমি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইরাতের আলী রেজা বিজানি এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ব্রুনাই দারুস সালামের জুলহাফিজ আওয়ান তেনগাহ।
এদিকে নারী শাখায় প্রথম স্থান অর্জন করেন মরক্কোর সারা বেলমামুন। দ্বিতীয় স্থান অর্জন করেন ইন্দোনেশিয়ার রাওদাহ সুপিয়ান নুর ও তৃতীয় স্থান অর্জন করেন ফিলিপাইনের সাবাহা পাওতো সালিক।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম বলেছেন, ‘আমি প্রতিযোগিতার সব বিজয়ীকে শুভেচ্ছা জানাচ্ছি। এ ধরনের আয়োজন শুধু কোরআনকে সবার মধ্যে মহিমান্বিত করবে না; বরং তা বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশা করি।
সূত্র : মালাই মেইল
Discover Anything Unlock the Universe: Discover Anything, Anytime, Anywhere