Breaking News
সোশ্যাল মিডিয়ায় 'বিতর্কিত বিষয়ে লেখালেখি’ নিয়ে যা বললেন মাওলানা হেমায়েত উদ্দীন
সোশ্যাল মিডিয়ায় 'বিতর্কিত বিষয়ে লেখালেখি’ নিয়ে যা বললেন মাওলানা হেমায়েত উদ্দীন

সোশ্যাল মিডিয়ায় ‘বিতর্কিত বিষয়ে লেখালেখি’ নিয়ে যা বললেন মাওলানা হেমায়েত উদ্দীন

মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন

ইদানিং সোশ্যাল মিডিয়ায় ইসলামের এমন সব বিতর্কিত বিষয়াদি নিয়েও অনেকে লিখছেন বা বলছেন যেগুলো বিভিন্ন মাযহাবের ফুকাহায়ে কেরামের মাঝে বিতর্কিত হলেও দীর্ঘকাল সেগুলো নিয়ে দলীল-প্রমাণ ভিত্তিক আলোচনা-পর্যালোচনার পর এক পর্যায়ে সকলে এই মীমাংসায় উপনীত হয়েছেন যে, এসব ব্যাপারে সব মাযহাবের বক্তব্যই হক। এভাবে বিষয়গুলো এক ধরনের মীমাংসিত বিষয়াদিতে পরিণত হয়েছে।

সুতরাং এগুলো নিয়ে আর বিতর্ক অর্থহীন। যেমন: নামাযে রফে ইয়াদাইন করা উত্তম কি না, আমীন জোরে বলা হবে না কি আস্তে, মুক্তাদি ইমামের পেছনে সূরা ফাতেহা পড়বে কি না ইত্যাদি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে অনেকে আবার নতুন করে আলোচনার অবতারণা করছেন যেন এগুলো এখনও অমীমাংসিতই রয়ে গেছে।

এভাবে তারা মীমাংসিত বিষয়গুলোকে অমীমাংসিত বিষয় বানিয়ে দিচ্ছেন। এতে করে সাধারণ মানুষ ইসলাম সম্বন্ধে সন্দিহান হয়ে পড়ছে এই ভেবে যে, ইসলামের বহু কিছুই তো অমীমাংসিত রয়ে গেছে। আসলে সোশ্যাল মিডিয়া নামক গণমানুষের প্লাটফর্মে ইসলামের সবকিছু নিয়ে লিখতে নেই, অনেক কিছু ভেবে দেখার রয়েছে।

লেখক: উস্তাযুল হাদীস, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী, ঢাকা।

Leave a Reply