সাধারণত আমরা মানবিক বিবেচনায় একজন মানুষের জীবন বাঁচানোর উদ্দেশে রক্ত দান করে থাকি এবং আমাদের নিয়ত এটাই থাকা উচিত। রক্ত দান করলে শারীরিক ও মানসিক উভয়ই উপকার রয়েছে পাশাপাশি রক্ত দান করলে এই
- pulse
- blood pressure
- body temperature
- hemoglobin levels
- hepatitis B
- hepatitis C
- HIV
- West Nile virus
- syphilis
- Trypanosoma cruzi
টেস্ট গুলো বিনা মূল্যে করা হয়ে যাবে ফলে আপনার শরীরে উলেখিত রোগ সমুহ থাকলে তা আপনি জানতে পারবেন এবং যথা সময়ে তা প্রতিকারের ব্যবস্থা নিতে পারবেন। কাউকে রক্ত দান করার আগে এই টেস্ট গুলো করা হয় যাতে করে রক্তদাতার মাধ্যমে গ্রহীতার শরীরে নতুন কোনো রোগের জীবাণু প্রবেশ না করে। রক্ত দান করার সময় রোগীর পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ এসব টেস্টের খরচ বহন করে থাকে। কিন্তু সাধারন অবস্থায় নিজস্ব ভাবে এই টেস্ট গুলো করতে কয়েক হাজার টাকা খরচ হবে। তাই নিয়মিত রক্ত দান করার মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি বিনা মূল্যে এই গুরুত্বপূর্ণ টেস্ট গুলো করিয়ে নিতে পারেন।