প্রথমত, সালাম দেওয়ার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার হুকুম এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর সুন্নত পালন করা হবে। পাশাপাশি সালাম (আসসালামু আলাইকুম) দেওয়ার মাধ্যমে ১০ নেকী অর্জন হবে এবং পরিপূর্ণ সালাম (আসসালামু আলাইকুম ওয়া রহমাতুলহি ওয়া বারকাতুহ) দেওয়ার মাধ্যমে ৩০ নেকী অর্জন হবে। এখানে নেকির পরিমান অল্প মনে হলেও এটি মাথায় রাখতে হবে যে হাশরের ময়দানে ১ টি নেকির জন্যও মানুষ পেরেশান হয়ে ছোটাছুটি করবে। তাই সরাসরি কথোপকথন বা অনলাইনে চ্যাটিং এর শুরুতে Hi, Hello, Oi, Asos? ইত্যাদি এর পরিবর্তে সালাম দেওয়ার মাধ্যমে নেকী অর্জন করুন।
importance of saying salam
Discover Anything Unlock the Universe: Discover Anything, Anytime, Anywhere