অভিনেতা জিয়াউল হক পলাশ প্রতি মাসে ৫ জনকে তাবলিগে পাঠাবেন, এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা।
জানালেন, আগামীতে তার ডাকবাক্স ফাউন্ডেশনে যেই শতাধিক স্বেচ্ছাসেবী কাজ করেন, তাদের থেকে প্রতি মাসে পাঁচজনকে নিজ উদ্যোগে তাবলিগে পাঠাবেন।
পলাশ বলেন, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। আমি এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছে।
জানা গেছে, পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মধ্যে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।
Discover Anything Unlock the Universe: Discover Anything, Anytime, Anywhere