মানব শরীরে সবচেয়ে বড় মাসেল হচ্ছে gluteus maximus । এটি buttocks বা glutes নামেও পরিচিত। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে chest, back, quadriceps ইত্যাদি মাসেল সমূহের তুলনায় gluteus maximus মাসেল বড় কিভাবে। মূলত একটি মাসেলের সাইজ নির্ণয় করা হয় anatomical studies এর মাধ্যমে তাছাড়া আরো কিছু ফ্যাক্টর রয়েছে যেমন- মাসেলে বিদ্দমান থাকা মাসেল ফাইবারের সংখ্যা, মাসেল ফাইবারের সাইজ (cross-sectional area) ইত্যাদি। একটি মাসেলে যত বেশি মাসেল ফাইবার সেই মাসেল তত বড় এবং শক্তিশালী মাসেল হিসেবে নির্ণয় করা হয়। উলেখিত ফ্যাক্টর সমূহের উপর ভিত্তি করে gluteus maximus মাসেল সবচেয়ে বড় মাসেল হিসেবে বিবেচিত।